Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগীতা করুন।


নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

          নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

  • সংযোগ গ্রহণকারীর পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
  • জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি।
  • সিটি কর্পোরেশন/নগর উন্নয়ন কর্তৃপক্ষ/ পৌরসভা/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক বাড়ীর আনুমোদিত নক্সা (সত্যায়িত) ।
  • সিটি কর্পোরেশন/ পৌরসভা/ স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক/ নামজারীসহ হোল্ডিং নম্বর এর সত্যায়িত কপি।
  • লোডের চাহিদার পরিমান।
  • জমি /ভবনের ভাড়ার (যদি প্রযোজ্য হয়) দলিল ।
  • ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মিত পত্রের দলিল।
  • পূর্বের কোন সংযোগ থাকলে ঐ সংযোগের বিবরণ ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি।
  • আস্থায়ী সংযোগের ক্ষেত্রে বিবরণ [প্রযোজ্য ক্ষেত্রে]।
  • বৈধ্য লাইসেন্সধারী কর্তৃক প্রদত্ত ইন্সটলেশন টেস্ট সার্টিফিকেট ।
  • ট্রেড লাইসেন্স [প্রযোজ্য ক্ষেত্রে]।
  • সংযোগ স্থাপনের নির্দেশক নকশা ।
  • শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নিমিত্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ।
  • পাওয়ার ফ্যাক্টার ইম্প্রুভমেন্ট প্লান্ট স্থাপন (শিল্পের ক্ষেত্রে)/ষ্ট্যাটিক ক্যপাসিটর (অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে)
  • সার্ভিস লাইন এর দৈঘ্য ১০০ ফুটের বেশী হবে না ।
  • বহুতল আবাসিক/বানিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্ল্যাট মালিকের চুক্তিনামার কপি।
  • সোলার প্যানেল স্থাপনের সার্টফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ।